আজ (শুক্রবার, ৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার মৎস্য সম্পদ রক্ষায় করণীয় বিষয়ক মত বিনিময় সভায় বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, ‘এইসব জাল যেখান থেকে আমদানি রপ্তানি করা হয় সেখানেও নিয়মিত অভিযান পরিচালনা করলে একদিকে হাওরে কিংবা নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার কমলে মাছের বংশবৃদ্ধি বাড়বে। সেই সঙ্গে দেশিয় প্রজাতির মাছ রক্ষায় আভা শ্রমের পরিকল্পনা করা হয়েছে।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘হাওর কিংবা নদীতে যে সকল জেলেরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছেন সেটাও বন্ধ করতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ প্রমুখ।