এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সেনা ক্যাম্পের মেজর সৌমিকের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াখোড়া ইউনিয়নের বৈন্যাপ্রসাদ গ্রাম থেকে ওমর ফারুককে আটক করে।
গ্রেপ্তারকৃতের কাছ থেকে একটি ৯ এমএম বিদেশি পিস্তল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৪ পিস ইয়াবা এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ঘিওর থানার ওসি (তদন্ত) মো. কোহিনুর মিয়া জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে আসামিকে আদালতে তোলা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।