তিনি বলেন, ‘সরাইল এবং আশুগঞ্জ প্রাকৃতিক গ্যাসে ভরপুর। এখানের গ্যাস দিয়ে ঢাকায় বড়লোকদের ঘরে রান্না হয়, অথচ এখানকার মানুষ গ্যাস পায় না। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়। কিন্তু এ জনপদের মানুষজন কষ্ট করে। উৎপাদিত গ্যাস ও বিদ্যুৎ আগে অত্র অঞ্চলে সরবরাহ করতে হবে।’
আরও পড়ুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের বাসিন্দাদের সমস্যা ও প্রত্যাশার কথা জানতে তাদের মুখোমুখি হন আহসান উদ্দিন খান শিপন।
অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের নানা প্রশ্নের জবাব দেন শিপন। জন-ভোগান্তি দূর করতে সরাইল ও আশুগঞ্জ উপজেলায় বিদ্যমান সমস্যা সমাধানে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি।
এছাড়াও সরাইল ও আশুগঞ্জে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে কাজ করারও প্রতিশ্রুতি দেন আহসান উদ্দিন খান শিপন।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।