ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার

সিসিটিভি ফুটেজ এবং হত্যাকাণ্ডের শিকার কুবি শিক্ষার্থী ও তার মা
অপরাধ
এখন জনপদে
7

কুমিল্লার উত্তর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিন্তী (২৪) ও তার মা ফাতেমা আক্তার রুমার (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ এটি হত্যাকাণ্ড হিসেবে দেখছে। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) ভোরে কালিয়াজুড়ি খেলার মাঠের পাশের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

গতকাল (রোববার, ৭ সেপ্টেম্বর) রাতে ঘর ফিরে রিন্তীর দুই ভাই তাদের নিথর দেহ বিছানায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে সুরতহাল তৈরি করে এবং সকালে মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়। পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিছানায় সামান্য রক্ত এবং গলায় কালো দাগ পাওয়া গেছে।

পরিবারটি কুমিল্লা শহরের নেলী কটেজে ভাড়া থাকতেন, যেখানে নিচতলায় একটি কিন্ডারগার্টেন রয়েছে। বাড়ির মালিক এবং স্কুল কর্মকর্তারা জানান, সকালে বাসায় এক অপরিচিত ব্যক্তির প্রবেশ নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছেন।

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা। তারা শিক্ষার্থী ও তার মায়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুন:

পরিবারিক সূত্রে জানা যায়, সুজানগর এলাকায় নতুন বাড়ি নির্মাণের কারণে তারা কালিয়াজুড়িতে ভাড়া বাসায় থাকতেন। সুমাইয়া আফরিন রিন্তী ছিলেন ফয়জুন্নেসা গার্লস হাই স্কুল ও ভিক্টোরিয়া কলেজ থেকে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী। তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে ভর্তি হন এবং মেধাক্রমে ১৩তম অবস্থান অর্জন করেছিলেন।

ঘটনার খবরে রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কান্দিরপাড়ে বিক্ষোভ মিছিল করেছে। শিক্ষার্থীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। এ মর্মান্তিক ঘটনায় রিন্তীর তৃতীয় বর্ষের সেমিস্টারের শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

আরও পড়ুন:

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম দুজনের মরদহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে সিসি ক্যামেরার ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী খুনের ঘটনায় পুলিশ সুপার কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

এসএস