ময়মনসিংহে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

ময়মনসিংহ
ফিজিওথেরাপি দিবস উপলক্ষ্যে র‌্যালি
এখন জনপদে
0

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ময়মনসিংহে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়েছে। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। শহরের মাসকান্দা নতুন বাজার থেকে শুরু করে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা অফিসে এসে শেষ করে। বিভিন্ন হাসপাতাল ও কলেজের ফিজিওথেরাপি চিকিৎসক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

পরে জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফিজিওথেরাপি চিকিৎসক মুর্শেদুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সমাজসেবা দপ্তরের বিভাগীয় পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক রাজু আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শারীরিক সুস্থতার জন্য ফিজিওথেরাপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনায় আহত, পক্ষাঘাতগ্রস্ত বা হাড়-জোড়ের সমস্যায় ভুগছেন এমন রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ফিজিওথেরাপি অপরিহার্য। ফিজিওথেরাপি শুধু চিকিৎসা নয়, এটি মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়।

দুর্ঘটনায় আহত বা শারীরিকভাবে অক্ষম মানুষকে সমাজে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ফিজিওথেরাপির অবদান অনন্য। আজকের এ দিবস স্মরণ করিয়ে দেয়—একজন সুস্থ মানুষ মানেই একটি সুস্থ পরিবার ও সমাজ। তাই শারীরিক পুনর্বাসনে ফিজিওথেরাপি সবার কাছে পৌঁছে দিতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ ফিজিওথেরাপি পেশাজীবী-পরিষদের যুগ্ম আহবায়ক বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট বেলায়েত আঁকন্দ, বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন পেশাজীবী পরিষদের মধ্যে সদস্য সচিব ফিজিওথেরাপি চিকিৎসক রাফিউল করিম।

এএইচ