আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আটঘরিয়া বাজার ও দেবোত্তর বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
আরও পড়ুন:
মাহমুদ হাসান জানান, সিগারেটের অতিরিক্ত মূল্য ও ক্ষতিকর খাদ্য বিক্রির দায়ে আটঘরিয়া বাজারের আমজাদ ফলভান্ডারকে পাঁচ হাজার টাকা, শফিকুল ফল ভান্ডারকে পাঁচ হাজার টাকা, সেবা মূল্য তালিকা অসঙ্গতি থাকায় সততা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে তিন হাজার টাকা, শেফা কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা, দেবোত্তর বাজারের রুনা হোটেলকে ক্ষতিকর লবণ দিয়ে খাবার তৈরি, মেয়াদ উত্তীর্ণ পানীয় বিক্রির দায়ে ২০ হাজার টাকা এবং আরাফাত স্টোরকে ক্ষতিকর খাবার বিক্রির দায়ে দুই হাজার জরিমানা আদায় করা হয়েছে।
একইসঙ্গে অভিযান পরিচালনাকালে উক্ত প্রতিষ্ঠানের মালিকগণ তাদের ভুল স্বীকার করেন। পাশাপাশি পরবর্তীতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে জানান।
অভিযানে আটঘরিয়া থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।