আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) সকাল থেকেই হরতালের কারণে বাগেরহাট অংশের সব সড়ক-মহাসড়ক ও দোকানপাট বন্ধ করে রাখা হয়েছে।
এতে খুলনা থেকে ঢাকা, বরিশাল, মংলাসহ বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে সমস্যায় পড়েছেন সাধারন মানুষ, তবে চালু রয়েছে জরুরি সেবাগুলো।
আরও পড়ুন:
গত ৪ সেপ্টেম্বর বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি আসন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সিদ্ধান্ত একেবারেই অনৈতিক বলে দাবি করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
তারা বলছেন, বাগেরহাট থেকে একটি আসন কমিয়ে দেয়া হলে বাগেরহাটবাসী বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত হবেন। বরাদ্দ কমে গেলে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, মংলা বন্দরসহ বাগেরহাট থেকে রাজস্ব আদায়ের খাতগুলো ক্ষতিগ্রস্ত হবে।
তাই এ সিদ্ধান্ত থেকে সরে না আসলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে তারা জানিয়েছেন। পাশাপাশি ৩ সদস্যের একটি আইন কমিটির মাধ্যমে যাওয়া হবে আইনি পদক্ষেপে।