বিচ্ছিন্ন ৩ বগি জোড়া লাগিয়ে ছেড়ে গেলো কালনী এক্সপ্রেস

ব্রাহ্মণবাড়িয়া
কালনী এক্সপ্রেস
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহরে চলন্ত অবস্থায় কাপলিং ভেঙে ট্রেনের তিন বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় এক ঘণ্টা পর ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে আন্তঃনগর কালনী এক্সপ্রেস।

আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কাপলিং মেরামত করে বিচ্ছিন্ন হওয়া বগিগুলো জোড়া লাগানোর পর ট্রেনটি তালশহর রেলওয়ে স্টেশন ছেড়ে যায়।

আরও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. সাকির জাহান জানান, সিলেট থেকে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস তালশহর রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে যাওয়ার পর চলন্ত অবস্থায় ট্রেনটির কাপলিং ভেঙে পেছনের দিকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে রেলের কারিগরি টিম ঘটনাস্থলে গিয়ে কাপলিং মেরামত কাজ শুরু করে। মেরামত শেষে বিচ্ছিন্ন বগিগুলো জোড়া লাগানোর পর দুপুর ১টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

সেজু