বরিশালে ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষে আহত ১৫

আহত একজন
এখন জনপদে
0

বরিশালের মুলাদী উপজেলায় ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। দুই পক্ষে আহত হয়েছে ১৫ জন। এদের মধ্যে ছয়জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) মুলাদী সরকারি কলেজে এ ঘটনা ঘটে।

পুলিশ এবং সংশ্লিষ্টরা জানায়, আগামী ২৩ সেপ্টেম্বর সরকারি কলেজে শিবিরের আয়োজনে একটি অনুষ্ঠান হবার কথা।

বরিশাল জেলা শিবিরের সভাপতি সাইয়েদ আহমেদ জানান, শিবিরের দায়িত্বশীলরা কলেজে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। তাদের মধ্যে ছয়জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন:

‎অপরদিকে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে ছাত্রদলের কর্মীরা এর প্রতিবাদ জানায়। এ নিয়ে ছাত্রশিবির হামলা চালায়। এতে ছাত্রদলের সাত থেকে আটজন আহত হয়।

তবে মুলাদী ইসলাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঠুনকো বিষয় নিয়ে হাতাহাতি ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সেজু