কক্সবাজারে মাছ ধরার ট্রলার উল্টে তিন জেলে নিহত, মরদেহ উদ্ধার

কক্সবাজার
মাছ ধরার ট্রলার
এখন জনপদে
0

কক্সবাজারের কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলার উল্টে নিহত তিন জেলের মরদেহ উদ্ধার করেছে বোটে থাকা অন্য জেলেরা। আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম উপকূল থেকে আরও ৩০ কিলোমিটার পশ্চিমে গভীর সাগরে ট্রলারের কেবিনের ভেতর মরদেহগুলো পাওয়া যায়।

পরে অন্য ট্রলারের সহায়তায় ক্ষতিগ্রস্ত ট্রলারসহ মরদেহ নিয়ে আসা হয় চট্টগ্রাম উপকূলে। পুলিশ জানিয়েছে, নিহত তিন জেলে হলেন মো শরীফ, মো সজীব ও মো নাজিম। তাদের সবার বাড়ি নোয়াখালী সদরে।

বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম উপকূলে নিয়ে আনা আসার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। দুপুরে ময়নাতদন্তের জন্য সেগুলো নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন:

স্বজন ও বোটে থাকা অন্য জেলেরা জানান, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে জালে আটকে স্রোতের টানে পড়ে মূহুর্তেই ডুবে যায় মাছ ধরার ট্রলারটি। সেখানে থাকা আরও আট জন উলটে যাওয়া ট্রলার ধরে কয়েক ঘণ্টা সাগরে ভাসলেও কেবিনের ভেতর আটকে পড়ে মারা যান ওই তিন জেলে।

পরে অন্য ট্রলারে আশ্রয় নিয়ে রক্ষা পান বাকি জেলেরা। গতকাল (বুধবার, ১০ সেপ্টেম্বর) থেকে খোঁজাখুঁজির পর প্রায় ১৫ ঘণ্টা পর মরদেহ ও ক্ষতিগ্রস্ত ট্রলার খুঁজে পান তারা।

এসএস