সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল রাঙামাটির মাইনীমুখ বাজার

রাঙামাটি
মাইনীমুখ বাজারে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সাধারণ জনতার অভিযান
এখন জনপদে
0

বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের তৎপরতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পেয়েছে রাঙামাটির মাইনীমুখ বাজার। গতকাল (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) দুপুরে জেলার লংগদু উপজেলার বৃহত্তর মাইনীমুখ বাজারে সম্ভাব্য বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় বাজারের প্রায় দুই শতাধিক দোকানের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে দ্রুততার সঙ্গে সেনাবাহিনীর পেট্রোল এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা যাচ্ছে, আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনী সময়োচিত পদক্ষেপ না গ্রহণ করলে সম্পূর্ণ মাইনীমুখ বাজার অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।

যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও ফেসবুক পেজে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এএইচ