অনিয়ন্ত্রিত জীবনযাপনে বাড়ছে শিশুদের টাইপ টু ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা

সিলেট হাসপাতালে ভর্তি ডায়াবেটিস রোগের শিশুরা
স্বাস্থ্য
এখন জনপদে
0

সারাদেশের মতো সিলেটেও প্রতিবছর আশঙ্কাজনকভাবে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের সংখ্যা। বিশেষ করে টাইপ-টু ডায়াবেটিস। চিকিৎসকরা বলছেন, এ রোগে শুধু শারীরিকভাবেই নয় বরং মানসিকভাবেও দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হচ্ছে শিশুরা। শিশুদের ডায়াবেটিসের ঝুঁকি কমাতে শারীরিকভাবে সক্রিয়তা বাড়ানোর পাশাপাশি অস্বাস্থ্যকর খাবার পরিবেশন বন্ধেও অভিভাবকদের জোরালো ভূমিকার পরামর্শ ডাক্তারদের।

তানিয়া বেগম, মাত্র ১৫ বছর বয়সে শরীরে বাসা বেধেছে ডায়াবেটিস। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই বিপর্যস্ত তিনি। অল্প বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় চিন্তিত পরিবারের অভিভাবকরাও। রোগী তানিয়া বলেন, ‘ডায়াবেটিস পরীক্ষা করেছি তখন ডায়াবেটিস ধরা পড়েছে।’

শুধু তানিয়া নন, গত কয়েক বছরে সিলেটে শিশু-কিশোরদের ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তথ্য বলছে, গত এক বছরে প্রায় অর্ধশত শিশু-কিশোর চিকিৎসা নিয়েছেন সিলেট ডায়াবেটিস হাসপাতালে। এর মধ্যে অনেকে এন্ডোক্রাইন ডিসঅর্ডার, হরমোনাল ইমব্যালেন্স এমনকি মানসিক স্বাস্থ্য সংকটে ভুগছেন।

বিশেষজ্ঞরা বলছেন, শিশু-কিশোরদের নিয়মিত শরীরচর্চার অভাব, খেলাধুলার সুযোগ না থাকা, অস্বাস্থ্যকর খাবার ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে দ্রুত বাড়ছে ডায়াবেটিস। যার ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স আর সেটিই টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হার বাড়ছে।

আরও পড়ুন:

সিলেট ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. একে এম জিয়াউল হক বলেন, ‘এ অনিয়মিত জীবন ব্যবস্থাই বাচ্চাদের টাইপ-২ ডায়াবেটিস হওয়ার অন্যতম কারণ।’

সিলেট ডায়াবেটিক হাসপাতালের কারণ ও লক্ষণ আবাসিক মেডিকেল অফিসার ডা. নীহারেন্দু দাস বলেন, ‘যারা শরীরচর্চা কম করে, অতিরিক্ত ওজন এদের ক্ষেত্রে টাইপ-২ র প্রবণতা বেশি।’

শারীরিক নানা সমস্যার পাশাপাশি শিশুরা মানসিকভাবে যেন আঘাতপ্রাপ্ত না হয়, সে ব্যাপারে অভিভাবকদের পাশাপাশি সমাজকেও সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাইকোলজিষ্ট ফজিলাতুননেছা শাপলা বলেন, ‘মানুষিক সমস্যা হলে কেউ চিকিৎসকের কাছে যেতে চায় না। আমার ধারণা ডায়াবেটিসের ক্ষেত্রেও এমন বদ্ধমূল ধারণা তৈরি হতে পারে।’

ডায়াবেটিস এডুকেটর ও পুষ্টিবিদ,সিলেট ডায়াবেটিস হাসপাতাল স্বর্ণালী দাস বলেন, ‘নিয়ম মেনে চলতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রামে মানুষরা বোঝে না তা থেকে অন্য সমস্যা হয়।’

এফএস