গতকাল (শুক্রবার, ১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে ১১টা পর্যন্ত ফরিদপুর শহরের আলীপুর মহল্লায় অবস্থিত তার বাড়িতে অভিযান করে অস্ত্রসহ তাকে আটক করা হয়। ফরিদপুরের আলিপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি একটি দোনালা বন্দুকসহ তাকে আটক করা হয়।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এর নেতৃত্বে ও স্থানীয় পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় মাসুদুর রহমান সবুজের আলিপুর বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান জানান, সবুজ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রটি নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন। যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় ফরিদপুর কোকালি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান জানান, মাহফুজুর রহমান মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। তিনি অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন এ খবরটি জানতে পেরেছেন তবে ঘটনার বিস্তারিত তার জানা নেই।
তিনি বলেন, ‘মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি কেন্দ্র থাকে পরিচালিত হয় । এ ব্যাপারে কোনো সাংগঠনিক ভূমিকা রাখার ব্যাপার থাকলে তার কেন্দ্র গ্রহণ করবে।’