এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নানা শ্রেণি-পেশার মানুষ জড়ো হয়ে ‘ইউএনওর বদলি, মানি না মানবো না’, ‘আর কোনো দাবি নাই, রনী খাতুনকে ফেরত চাই’, ‘শ্যামনগরের মানুষের দাবি মানতে হবে’, জনগণের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়ার আহ্বান’, ‘তুমি কে আমি কে রনী খাতুন রনী খাতুন’ স্লোগানে মুখর করে তোলে উপজেলা পরিষদ চত্বর।
বক্তারা বলেন, ‘ইউএনও রনী খাতুন সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে স্থানীয়দের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও নারী উন্নয়নসহ বিভিন্ন খাতে তার অবদান প্রশংসনীয়।’
তারা আরও বলেন, মাত্র ১০ মাসে আকস্মিকভাবে তার বদলি আদেশ জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে। এ সিদ্ধান্ত বাতিল না হলে এলাকার উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় শ্যামনগর উপজেলার জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।