পাবনার ঈশ্বরদী ও পাকশীর বিভিন্ন রেল স্থাপনা পরিদর্শনে রেল সচিব

বিভিন্ন রেল স্থাপনা পরিদর্শনে রেল সচিব
এখন জনপদে
0

পাবনার ঈশ্বরদীতে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। আজ (রোববার, ১৪ সেপ্টেম্বর) দুপুরে পাকশী রেলওয়ে বিভাগীয় ব‍্যবস্থাপকের কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। পরে ঈশ্বরদী লোকোমোটিভ ও পাকশীর বিভিন্ন রেলে স্থাপনা পরিদর্শন করেন রেলপথ সচিব ফাহিমুল ইসলাম।

এসময় পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম, ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলী, আহাম্মেদ হোসেন মাসুম, পাকসী বিভাগীয় ব্যবস্থাপক (ডি আর এম) লিয়াকত শরিফ খান, পরিবহন কর্মকর্তা হাসিনা বেগম, রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, পাকশী বিভাগীয় প্রকৌশলী ২ নাজিব কায়সারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে রেলপথ সচিব সাংবাদিকদের বলেন, ‘বর্তমান সরকার রেলের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে পরিকল্পনা অনুযায়ী নতুন নতুন রেলপথ বসানো হচ্ছে।’ ঈশ্বরদী রেলওয়ে লোকোমোটিভ আরও আধুনিকায়ন হবে। লোকোমোটিভে লোকবল সংকট পূরণে নতুন লোকবল নিয়োগের আশ্বাস দেন।

এএইচ