চোখের সামনে পুড়েছে স্বপ্ন। ভয়াবহ আগুনের সামনে নিরুপায় মানুষ দাঁড়িয়ে দেখেছেন ভস্মীভূত হয়ে যাওয়া স্মৃতিটুকু।
গতকাল (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর হঠাৎ আমবাগ নজর দীঘি নাদের আলী উচ্চ বিদ্যালয়ের পাশের একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি গুদামে।
খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে যোগ দেয় ভোগড়া মডার্নের ২টি এবং সারাবোর আরও ২টি ইউনিট।
আরও পড়ুন:
প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় রাত ১১টার পরে নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় অন্তত দশটি গুদামের মালামাল। ক্ষতিগ্রস্ত হয় বিদ্যালয় ভবনের বেশ কয়েকটি শ্রেণিকক্ষও।
স্থানীয়রা বলছেন, কোনো ধরনের অগ্নি-নিরাপত্তা ছাড়া আবাসিক এলাকা ও স্কুল ঘেঁষে গুদাম তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস বলছে, পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় তাদের। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলছেন তারা।
এর আগে, গত সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীতে একটি কেমিক্যালের গুদামে আগুন লাগে। সেখানে আগুন নেভাতে গিয়ে কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই ফায়ার ফাইটার নিহত হন।




