পারিবারিক কলহের জেরে অসুস্থ হয়ে পিতার মৃত্যুর পর পুত্রের আত্মহত্যা

কুমারখালী থানা, কুষ্টিয়া
এখন জনপদে
0

কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক কলহের জেরে অসুস্থ হয়ে পিতার মৃত্যুর পর তার পুত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। নিহতরা হলেন শম্ভু চরণ বিশ্বাস ও বিজয় কুমার। গতকাল (বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর) উপজেলার বাগুলাট ইউনিয়নের উদয় নাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্র জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বাবা ও ছেলের মধ্যে টাকা-পয়সা নিয়ে ঝগড়া হয়। পরে রাত ১১টার দিকে বাবা শম্ভু চরণ বিশ্বাস অসুস্থ হয়ে মারা যান।

এদিকে শুক্রবার সকালে বাড়ির পাশের বাতাবি লেবু গাছে বিজয় কুমারের গলায় ফাঁস দেয়া মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, দু’জনের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন:

তিনি জানান, ছেলের সঙ্গে টাকা-পয়সা নিয়ে ঝগড়াঝাঁটির পর মানসিক চাপ সহ্য করতে না পেরে শম্ভু চরণ বিশ্বাস অসুস্থ হয়ে মারা গিয়ে থাকতে পারেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই শোক ও অনুতাপ থেকে ছেলে বিজয় কুমার আত্মহত্যা করেছেন।

বাবা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসএইচ