অবরোধ স্থগিতের পর খাগড়াছড়িতে যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রাম
অবরোধ স্থগিতের পর চলছে আন্তঃজেলা বাস
এখন জনপদে
0

অবরোধের স্থগিতের পর খাগড়াছড়িতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। খুলেছে দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান। বাজার ঘাটে আসতে শুরু করেছে মানুষ। এতে স্বস্তি এসেছে জনমনে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি রাখবে প্রশাসন।

অবরোধ প্রত্যাহারের পর প্রথমদিনে চট্টগ্রাম ও ঢাকামুখী সড়কে চাপ বেড়েছে পণ্য ও যাত্রীবাহী যানবাহনের। কয়েকদিন সড়কে আটকা পড়া গাড়িগুলো গন্তব্যে পৌঁছেছে। এছাড়াও অভ্যন্তরীণ সড়কগুলোতে বেড়েছে যানবাহনের সংখ্যা।

দুর্গাপূজার উৎসব মিলিত হয়েছ পাহাড়ের সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল রাতে প্রশাসনের আশ্বাসে ও দুর্গাপূজার জন্য অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় জুম্ম ছাত্র জনতা।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর মারমা তরুণী ধর্ষণের ঘটনার পর থেকেই নানা কর্মসূচিতে উত্তাল হয় খাগড়াছড়ি। গুইমারায় সংঘর্ষে প্রাণ হারায় ৩ জন, পুড়িয়ে দেয়া হয় দোকানপাট, বসতঘর। অবরোধ স্থগিত হলেও, আতংক পুরোপুরি কাটেনি পাড়াগুলোতে। এসময় পাহাড়ি বাঙ্গালির সম্প্রীতি বাড়ানো জরুরি বলছেন স্থানীয়রা।

এএইচ