নিহত নিরব আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের নয়াপাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী মো. নাজমুল মিয়ার একমাত্র সন্তান।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত নিরব বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মৃত্যুবরণ করেন।
পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় আড়াইহাজার উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আড়াইহাজার উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





