নারায়ণগঞ্জে দোকান ভাড়া নিয়ে মালিককে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির স্থানীয় কার্যালয় হিসেবে ভাড়া নেয়া দোকানের বকেয়া ভাড়া চাওয়ায় মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী সেলিনা বেগম (৪৬)। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকেই আটক করতে পারেনি পুলিশ।