আধিপত্যবাদের আগ্রাসন থেকে সেফ এক্সিট দরকার সবার আগে: ফারুক ই আজম

কথা বলছেন উপদেষ্টা ফারুক ই আজম
এখন জনপদে
0

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে আমাদের সেফ এক্সিট দরকার সবার আগে। আজ (রোববার, ১২ অক্টোবর) বরিশালে টাইফয়েড টিকা কার্যক্রমের উদ্বোধন শেষে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এতকাল ধরে আমাদের মধ্যে যে বৈষম্য, আগ্রাসন ও জনগণের অধিকার বঞ্চনার যে বিষয়গুলো ছিলো, সেগুলো থেকে জাতির সেফ এক্সিট হলে আমরা খুশি। আর এজন্য সবাই মিলে কাজ করছি।’

আরও পড়ুন:

উপদেষ্টা ফারুক ই আজম বলেন, ‘আমি তো দেশের জন্য যুদ্ধই করেছি। এদেশ থেকে যাওয়ার আর আমার জায়গা কোথায়? আমাদেরকে এখানেই থাকতে হবে।’

এর আগে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিকা বিভাগীয় কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন উপদেষ্টা ফারুক ই আজম।

সেজু