যশোরে সরকারি খাদ্য গুদামে দুদকের অভিযান: ভারপ্রাপ্ত কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ

যশোরে খাদ্য গুদামে দুদকের অভিযান
এখন জনপদে
1

যশোরের শার্শা নাভারন সরকারি খাদ্য গুদামে অভিযান চালিয়েছে দুদক। গতকাল (মঙ্গলবার, ১৪ অক্টোবর) বিকেলে দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় নিম্ন মানের চাল রাখা ও ধান ক্রয় হিসাবের গড়মিল থাকার কারণে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামসেদ ইকবালুর রহমানকে কাগজপত্র নিয়ে যশোর দুদক অফিসে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।

জানা যায়, শার্শা উপজেলায় ১৭টি রাইস মিল থেকে ১২ হাজার ৬১৬ মেট্রিক টন চাল ক্রয় করেছেন। সেখান থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামসেদ ইকবালুর রহমান প্রতি কেজি চাল থেকে ৬০ পয়সা করে কমিশন নিয়েছেন ও ধান কিনেছেন ১ হাজার ৫৬ মেট্রিক টন, সেখানেও কমিশন নিয়েছেন।

আরও পড়ুন:

এ ধরনের অভিযোগের কারণেই দুদকের সদস্যরা ঝটিকা অভিযান চালিয়েছেন। দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীন সাংবাদিকদের বলেন অভিযানের সময় ৪, ৫ এবং ৬ নম্বর গোডাউনে নিম্ন মানের চাল পাওয়া যায় এবং ধান কেনার হিসাব দেখাতে পারেনি। এ কারণে তাকে দুদক অফিসে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ইএ