ব্রাহ্মণবাড়িয়ায় লিজ বাতিল ও ব্যবসায়ীর মুক্তির দাবিতে ৫ বাজারে ধর্মঘট

ব্রাহ্মণবাড়িয়া
ব্যবসায়ীদের ধর্মঘট
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরের আনন্দ বাজারের বাঁশপট্টির জায়গার লিজ বাতিল ও গ্রেপ্তার ব্যবসায়ী নেতা জহিরুল ইসলাম খোকনের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট কর্মসূচি পালন করছেন ব্যবসায়ীরা। আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) বেলা ১১টা থেকে শহরের নিউমার্কেট, আনন্দ বাজার, সড়ক বাজার, লাখী বাজার ও টানবাজারের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।

এদিকে, সকালে সড়কবাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ব্যবসায়ীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময়, সমাবেশে বক্তব্য রাখেন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, আনন্দ বাজারের মাছ ও শুঁটকি মহলের যুগ্ম সম্পাদক আবুল হাসানাত ভজন, সড়ক বাজারের ব্যবসায়ী মোখলেছ প্রমুখ।

আরও পড়ুন:

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিলো মালামাল ওঠানামার সুবিধার্থে বাঁশটট্টির জায়গায় ট্রাক টার্মিনাল স্থাপন করা। কিন্তু প্রশাসন সেই দাবি উপেক্ষা করে সম্প্রতি ৩৩ জন ব্যক্তির নামে গোপনে জায়গাটি লিজ দিয়েছে এবং লিজগ্রহীতাদের নামও প্রকাশ করা হচ্ছে না।

এরইমধ্যে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে ব্যবসায়ীদের বিরুদ্ধে দুটি মামলাও করা হয়। এছাড়া গতকাল (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) গভীর রাতে সড়ক বাজারের ব্যবসায়ী নেতা জহিরুল ইসলাম খোকনকে নিজ বাসা থেকে আটক করে পুলিশ। এসময় দ্রুত দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

এফএস