সাভারে ইটভাটা মালিক-শ্রমিকদের সড়ক অবরোধ; ঢাকা-আরিচা মহাসড়কে যানজট

সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ
এখন জনপদে
0

ঢাকার সাভারে ইটভাটা সচল করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভাটা মালিক এবং শ্রমিকরা। এতে ঢাকা-আরিচা মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। আজ (বুধবার, ১৯ নভেম্বর) সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন স্থানীয় ইটভাটার মালিক ও শ্রমিকরা।

ইটভাটা সচল করার দাবিতে তাদের এই বিক্ষোভে থমকে যায় ঢাকার অন্যতম ব্যস্ত মহাসড়ক। এতে মহাসড়কের উভয় লেনে প্রায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। হঠাৎ এমন অবরোধে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আরও পড়ুন:

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ। পরিস্থিতি শান্ত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। অবরোধের কারণে এখনো মহাসড়কে যান চলাচল ব্যাহত। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে জানিয়েছে পুলিশ।

ইএ