বাউল সম্রাট আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন
এখন জনপদে
0

বাউল সম্রাট আবুল সরকারকে আটকের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদী গান গেয়ে সাংস্কৃতিক কর্মীরা এ মানববন্ধন করে। আজ (শনিবার, ২২ নভেম্বর) জেলার সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাউল আবুল সরকার বাংলা লোকসংস্কৃতির এক উজ্জ্বল প্রতিনিধি। গত বৃহস্পতিবার মানিকগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেশের গান, ধর্মনিরপেক্ষ চেতনা ও মানবতার প্রচারণায় তার অবদান অসামান্য। তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে দাবি করে দ্রুত মুক্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, আবুল সরকারের মুক্তির দাবিতে দেশজুড়ে সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। একজন বরেণ্য শিল্পীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তারা অভিযোগ করেন, মিথ্যা মামলায় তার মতো একজন প্রবীণ বাউল শিল্পীকে কারাবন্দি রেখে দেশের সংস্কৃতি বিকাশকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এজন্য অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি জানান তারা।

এএইচ