চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চাঁপাইনবাবগঞ্জ
সড়ক দুর্ঘটনার প্রতীকী
এখন জনপদে
1

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ট্রাকের ধাক্কায় জাহানারা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ (রোববার, ৩০ নভেম্বর) বিকেল চারটায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের হরিনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া মুন্নাপাড়া গ্রামের রইসুদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, বিকেল চারটার দিকে দিকে হরিনগর মোড়ে রাস্তা পার হচ্ছিলেন জাহানারা বেগম। এসময় সোনামসজিদ স্থলবন্দর থেকে আসা একটি পাথর বোঝাই টাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ট্রেনটি ছেড়ে দেওয়া হয়েছে। স্বজনদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া।

এএইচ