নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড: পুড়েছে মার্কেটের ৩০ দোকান

নারায়ণগঞ্জ
মার্কেটের ভেতর আগুনে জ্বলছে দোকান
এখন জনপদে
2

নারায়ণগঞ্জে আগুনে পুড়ে গেছে একটি মার্কেটের ৩০টি দোকান। আজ (শনিবার, ৬ ডিসেম্বর) ভোর ৫টায় নগরীর নতুন পালপাড়া এলাকায় অবস্থিত সমীর কর মার্কেটের হোসিয়ারি ও বডি নিটিং এর দোকানগুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন:

খবর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন। তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ৩০টি দোকান পুড়েছে বলে জানা গেলেও এখনো পর্যন্ত মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আরও জানান, আগুন লাগার স্থানটিতে যাতায়াতের সড়কটি প্রশস্থ না হওয়ায় গাড়ি প্রবেশ করতে পারেনি। এছাড়া পানিরও সংকট ছিলো। যার দরুন আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের।

ইএ