নাটোরের নলডাঙ্গায় রেললাইনে ফাটল, সাময়িকভাবে বন্ধ লাইন

নলডাঙ্গায় রেললাইনে ফাটলের ছবি
এখন জনপদে
0

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এতে সাময়িকভাবে ১ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে স্টেশন কর্তৃপক্ষ।নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এতে সাময়িকভাবে ১ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে স্টেশন কর্তৃপক্ষ।

আজ (সোমবার, ৮ ডিসেম্বর) স্থানীয়দের বরাতে ফাটলের বিষয়টি জানতে পেরে লাইনটি সাময়িকভাবে বন্ধের এ ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোর ৫টার দিকে মাধনগর রেলস্টেশন এলাকার মাছ বাজার সংলগ্ন ১ নম্বর লাইনে স্থানীয়রা প্রথম ফাটলটি দেখতে পান। এসময় তারা দ্রুত বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে অবহিত করেন।

আরও পড়ুন:

এ বিষয়র মাধনগর স্টেশন মাস্টার মো. আব্দুল আওয়াল জানান, তীব্র ঠান্ডাজনিত কারণে রেল লাইন ফেটে গেছে। নিরাপত্তার স্বার্থে আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে অন্যান্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এসএইচ