রাস্তার মোড় সরলীকরণের দাবিতে কপিলমুনিতে মানববন্ধন ও স্মারকলিপি

মানববন্ধন করছে স্থানীয় জনগণ
এখন জনপদে
1

পাইকগাছা কপিলমুনি ফকিরবাসা মোড় সঠিকভাবে সরলীকরণ করার দাবিতে খুলনায় মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় জনগণ ও নিরাপদ সড়ক চাই এর জেলা শাখার নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা জানান, কপিলমুনি বাজারের ফকিরবাসা মোড়ের রাস্তা সরলীকরণ করতে গিয়ে যে পরিকল্পনা করা হয়েছে তাতে আরও দুটি অতিরিক্ত বাক তৈরি হচ্ছে। এতে পূর্বের চেয়ে আরও বিপদজনক হয়ে উঠেছে রাস্তা। একটি পক্ষের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে বিগত সরকারের খুলনা ৬ সংসদ সদস্য ও কিছু দুর্নীতি পরায়ণ সরকারি কর্মকর্তার কারণে ভুগতে হচ্ছে স্থানীয়দের।

তাই দ্রুত এই পরিকল্পনা পরিবর্তন করে নতুনভাবে ম্যাপ তৈরি করার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন:

পাশাপাশি ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ দেয়ার দাবি করেছেন তারা। পরে নিসচা খুলনা জেলা শাখার সভাপতি তরিকুল ইসলামের নেতৃত্বে খুলনার জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকারের কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করে কপিলমুনিবাসী। পরবর্তীতে দ্রুতই এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।

ইএ