বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

কুষ্টিয়া সীমান্তে বিজিবি সদস্যদের টহল
এখন জনপদে
0

ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে আহত শান্ত নামে এক বাংলাদেশি যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত যুবক উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গেল ৫ ডিসেম্বর রাত ২টার দিকে কুষ্টিয়ার রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা হয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করে শান্তসহ কয়েকজন যুবক। এসময় তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে গুরুতর আহত হন শান্ত।

পরে তাকে আটক করে মুর্শিদাবাদ জেলার হোগলবাড়ী থানায় হস্তান্তর করে তারা। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শান্তর মৃত্যু হয়। আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) নিহত শান্তর মরদেহ হস্তান্তরের কথা রয়েছে।

কুষ্টিয়া-৪৭ বিজিবির ব্যাটেলিয়ান কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল জানান, শান্ত একজন মাদক চোরাকারবারী। ভারতীয় সীমান্তে প্রবেশকালে তাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে বিএসএফ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ নিহতের মরদেহ হস্তান্তরের কথা রয়েছে।

এএইচ