বিজয় দিবসে খুলনায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রদর্শনী

বানৌজা পদ্মা প্রদর্শনী
এখন জনপদে
0

প্রতি বছরের মত এ বছরও মহান বিজয় দিবস উপলক্ষে খুলনায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ উন্মুক্ত করা হয়েছে সর্বসাধারণের জন্য। আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) নগরীর ৪নং বিআইডাব্লিউটিএ ঘাটে বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যুদ্ধজাহাজ বানৌজা পদ্মা উন্মুক্ত রাখা হয়।

এ সময় জাহাজটি দেখতে ভিড় করেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সকলকেই দেখানো হয় জাহাজের খুঁটিনাটি সব কিছু। জাহাজের সকল অস্ত্র ও কার্যক্রম সকলের সামনে তুলে ধরেন জাহাজে কর্মরতরা।

সব সময়ই এই যুদ্ধ জাহাজ গুলো থেকে সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই নৌবাহিনীর যুদ্ধজাহাজ দেখতে পেরে সন্তোষ প্রকাশ করেন দর্শনার্থীরা।

আরও পড়ুন:

এদিকে এসব যুদ্ধজাহাজের মাধ্যমে সমুদ্র সীমানায় নিরাপত্তা প্রদান, সমুদ্র পথে অবৈধ পাচার রোধ সহ সকল অপরাধ কর্ম রোধে নৌবাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বানৌজা পদ্মার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাফিউর রহমান।

ইএ