দীর্ঘ প্রতীক্ষার পর আজ (শনিবার, ২০ ডিসেম্বর) সকালে ফিতা কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে এ ট্রেনের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন। এর আগে গত ৩ মে স্টেশন চালুর বিষয়ে প্রতিবেদন প্রচার করে এখন টেলিভিশন।
স্থানীয় বলছেন, রেল স্টেশন নির্মাণের প্রায় এক যুগ পর স্টেশনটি চালু হলো। এখানে সকল আন্তঃনগর ট্রেন থামানোর পাশাপাশি আশেপাশের সড়ক উন্নয়নের দাবি করেন তারা।
আরও পড়ুন:
রেলওয়ে মহাপরিচালক বলছেন, প্রথমে একটি ট্রেন দিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে এ সংখ্যা বাড়ানো হবে। এছাড়াও টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুর পাশাপাশি জাতীয় নির্বাচনে রেললাইনে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হবে।
এ রেল স্টেশন চালুর ফলে টাঙ্গাইল সদর, বাসাইল ও সখীপুর উপজেলার কয়েক লাখ মানুষ এর সুযোগ সুবিধা ভোগ করবে। এছাড়াও টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকার সাদত কলেজ ও করটিয়া হাটের কয়েক লাখ মানুষ সুবিধা ভোগ করবে।





