চট্টগ্রামে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

চট্টগ্রাম
চট্টগ্রামে হাদির গায়েবানা জানাজা
এখন জনপদে
0

শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে । আজ (শনিবার, ২০ ডিসেম্বর) বিকালে নগরীর জামালখান ও লালদিঘী এলাকায় এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে ছাত্র জনতাসহ নানা শ্রেনি পেশার শত শত মানুষ যোগ দেন।

এসময় জানাজা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। হত্যাকারীরা যদি দেশ ছেড়ে পালিয়ে যায় তাহলে তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেয়ার দাবি ওঠে সমাবেশে।

আরও পড়ুন:

বক্তারা বলেন, ‘একটি মহল শুধুমাত্র যুক্তি ও মতাদর্শে হাদির সাথে হেরে গিয়ে কাপুরুষের মতো তাকে হত্যা করেছে। কিন্তু কোন বিপ্লবীকে এভাবে হত্যা করা যায় না । তার আদর্শ, যুক্তি যুগ যুগান্তরে ছড়িয়ে পড়ে। শরিফ ওসমান হাদি ইনসাফ ও ন্যায়ের যুদ্ধ পরিচালনা করেছেন, সাধারণ মানুষকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন । এখন থেকে সেটি বাস্তবায়ন করতে শত শত হাদি কাজ করবে।’

ইএ