টাঙ্গাইল থেকে ঢাকায় যাচ্ছেন ৫০ থেকে ৬০ হাজার নেতাকর্মী

টাঙ্গাইল
ট্রেনে করে ঢাকায় যাচ্ছেন নেতাকর্মীরা
এখন জনপদে
2

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ট্রেন যোগে টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছেন বিএনপির নেতা কর্মীরা। সকাল সোয়া ৭টায় স্পেশাল ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা দেন বিএনপির নেতা কর্মীরা। ট্রেনের পাশাপাশি বাস ও ব্যক্তিগত যানবাহনেও যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা।

দলীয় সূত্র জানায়, টাঙ্গাইল সদরসহ জেলার ১২টি উপজেলা থেকে অন্তত ৬০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যোগে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে একটি স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

আরও পড়ুন:

এছাড়াও টাঙ্গাইল শহর থেকে শতাধিক বাসসহ বিভিন্ন যানবাহনে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। প্রিয় নেতাকে একনজর দেখার প্রত্যাশায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ইএ