১৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
এখন জনপদে
0

ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) সাড়ে ১০টার দিকে ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ মহব্যবস্থাপক আব্দুস সালাম।

এর আগে, কুয়াশার ঘনত্বের কারণে নৌরুটের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে গতকাল (শুক্রবার, ২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি।

আরও পড়ুন:

আজ সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ডিজিএম আব্দুস সালাম জানান, নদীতে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ৯টা ৪০মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। ফেরি প্রায় সাড়ে ১৪ ঘণ্টা বন্ধ থাকায় ঘাটে আটকে পড়া যানবাহনগুলোকে ছোট বড় মোট ১০টি ফেরি দিয়ে পাড় করা হয়।

এসএস