কুষ্টিয়ার বড়বাজার এলাকায় মার্কেটে আগুন, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কুষ্টিয়ায় বড়বাজার তহ মার্কেটে আগুন
এখন জনপদে
0

কুষ্টিয়া শহরের বড়বাজার তহ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার, ২ জানুয়ারি) বেলা ১২টায় তহ মার্কেটের নিউ সাদিয়া ট্রেডার্স নামের একটি কসমেটিকসের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গোডাউনটিতে মনোহারি, কসমেটিকস ও খেলনাসহ বিভিন্ন ধরনের মালামাল মজুত ছিল। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:

কুষ্টিয়া ফায়ার স্টেশনের সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এএম