নওগাঁর পত্নীতলায় বিজিবির উদ্যোগে কম্বল বিতরণ

শীতার্তদের বিজিবির কম্বল বিতরণ
এখন জনপদে
0

‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই মানবিক আহ্বানে নওগাঁর পত্নীতলা উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (সোমবার, ৫ জানুয়ারি) সকালে বিজিবি–১৪ পত্নীতলা ব্যাটেলিয়নের উদ্যোগে ব্যাটালিয়ন সদরে ১০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি এবং সুবেদার মেজর মো. লাল মিয়া, বিডিআরএম।

ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ক্রমবর্ধমান শীতের প্রকোপে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বিজিবি সব সময় দেশের যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও বিজিবির মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।’

এসএস