নিহতরা হলেন—শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফুর রহমানের ছেলে রাসেল ইসলাম (২৫) ও দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার ছোটবাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে আকাশ রায় (২৪)।
পুলিশ ও হাসপাতাল থেকে জানা যায়, জীবন কুমার সাহার অটো রাইস মিলে ১৫ জন শ্রমিক কাজ করতেন। শনিবার (১০ জানুয়ারি) মিল বন্ধ থাকায় সন্ধ্যায় কয়েকজন শ্রমিক বেড়াতে বের হন পাশের রেল লাইনে। এসময় খারাপ লাগছে বলে রাসেল ও আকাশ মিলে ফিরে যাবার কথা বলে চলে যায়। কিছুক্ষণ পরই মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ধাক্কায় দুজনই পড়ে যায়।
ট্রেন চলে যাবার অন্যরা জুতা পরে থাকতে দেখে এগিয়ে গিয়ে দুজনকে উদ্ধার করে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শ্রদ্ধানন্দ নাথ বলেন, ‘হাসপাতালে দুজনকে নিয়ে আসে। পরীক্ষা নিরীক্ষা করে আমরা তাদের মৃত অবস্থায় পাই।’





