ফরিদপুরে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

ফরিদপুর
দুর্ঘটনাগ্রস্ত পিকআপ
এখন জনপদে
0

ফরিদপুরের বোয়ালমারীতে জুট মিলের শ্রমিকবাহী পিকআপে ট্রেন ধাক্কা দিলে আপন দুই ভাইসহ ৩ জন নিহতের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আজ (সোমবার, ১২ জানুয়ারি) বিকেলে উপজেলার সোতাশী রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা ও মো. মুছা মোল্যা ও একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম। আহতদের মধ্যে ৫ জনকে ফরিদপুর পাঠানো হয়েছে আর অন্য ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:

জানা যায়, ওই দিন বিকেল আড়াইটার দিকে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেন সোতাশী ধলা হুজুরের বাড়ির কাছে রেলগেট পার হওয়ার সময় জনতা জুট মিলের শ্রমিকবাহী পিকআপকে ধাক্কা দেয়। পিকআপটি দুমড়ে মুচড়ে পাশে পড়ে যায়।

এসএইচ