বিজিবিতে যোগ দিলেন ফেলানীর ছোট ভাই আরফান

চট্টগ্রাম
আরফান হোসেন নবীন
এখন জনপদে
1

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিয়েছেন বাংলাদেশ-ভারত সীমান্তে নির্মম হত্যাকাণ্ডের শিকার কুড়িগ্রামের কিশোরী ফেলানীর ছোট ভাই আরফান হোসেন নবীন।

আজ (বুধবার, ১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ হয়। সেখানে সৈনিক হিসেবে শপথ নেন আরফান হোসেন।

এ সময় তিনি জানান, তার জীবনের একমাত্র প্রত্যাশা আর কোনো পরিবার যেন তার বোনের মতো সন্তান হারানোর বেদনা না পায়।

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আরফানের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে একটি ছবি দিয়ে ক্যাপশনে আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করেন তিনি।

এদিকে কুচকাওয়াজ শেষে আরফান বলেন, ‘যেভাবে তার বোনকে সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছিল এবং মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল, সেই স্মৃতি আজও তাকে তাড়িয়ে বেড়ায়। সেই সীমান্তেরই একজন রক্ষী হয়ে তিনি শপথ নিয়েছেন।’

তিনি বলেন, ‘আমি চাই না, আমার বোনের মতো আর কোনো বোনকে সীমান্তে গুলি করে হত্যা করা হোক। কোনো বাবা-মা যেন এভাবে তাদের সন্তান হারান এটাই আমার অঙ্গীকার।’

এএইচ