নিহতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষীপুর গ্রামের সাইমন (২০) ও আব্দুর রহমান (২৩)।
আরও পড়ুন:
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম চৌধুরী জানান, মোটরসাইকেলে দুই যুবক ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল-বিশ্বরোড় থেকে ভৈরবের দিকে যাচ্ছিলেন। পথে সোনারামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেলটি। এতে ওই দুই যুবক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।





