নারায়ণগঞ্জে ১৫ লাখ টাকার জাটকা জব্দ

জব্দ করা জাটকা মাছ
এখন জনপদে
0

নারায়ণগঞ্জে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড স্টেশন পাগলা। যার বাজারমূল্য প্রায় প্রায় ১৫ লাখ টাকা। গতকাল (শুক্রবার, ১৬ জানুয়ারি) মধ্যরাত ১২টায় কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলা।

জানা যায়, মধ্যরাত ১২টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ট্রাক তল্লাশি করে ২ হাজার ১০০ কেজি জাটকা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা। এসময় ট্রাক চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেয়া হয়।

আরও পড়ুন:

জব্দকৃত জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা এবং গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায় কোস্ট গার্ড স্টেশন।

ইএ