‘হ্যাঁ’ ভোটে সংবিধান থেকে বিসমিল্লাহ্ উঠে যাবে— এসব অপপ্রচার: বাণিজ্য উপদেষ্টা

ময়মনসিংহে বাণিজ্য উপদেষ্টা
এখন জনপদে
0

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, যারা বলছে ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ্ উঠে যাবে, তারা গণভোট নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা জাতীর সঙ্গে প্রতারণা করছে বলেও জানান তিনি। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রচারণার লক্ষ্যে ময়মনসিংহে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা এসব বলেন।

শেখ বশিরউদ্দিন বলেন, ‘সংবিধান সংশোধনী মানুষের মধ্যে বৈষম্য দূর করবে। যারা দুর্বিতায়নের মাধ্যমে সম্পদের কুক্ষিগত করেছে, প্রশাসনকে কুক্ষিগত করেছে, মানুষের অধিকারহরণ করেছে; সংবিধান সংশোধনী সেই অধিকার মানুষকে ফিরে দেবে। সেজন্য সবাইকে নির্বাচনের দিন গণভোটে ‘‘হ্যা’’ ভোট দিতে হবে।’

আরও পড়ুন:

এদিন বিকেলে নগরীর পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে বাণিজ্য উপদেষ্টা ছাড়াও জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক দল, যুলাইযোদ্ধারা উপস্থিত থেকে ‘দেশের চাবি আপনার হাতে’—স্লোগানকে সামনে এনে ভোটের গাড়ির উদ্বোধন করেন।

এসএস