আজ (সোমবার, ১৯ জানুয়ারি) দুপুরে যশোর কালেক্টরেট চত্বরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আয়োজিত ‘মক ভোটিং’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘আমি নিরপেক্ষ মানুষ নই, আমি গণভোটের পক্ষের মানুষ। তাই আমি ‘‘হ্যাঁ’’ ভোটের পক্ষে।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘‘হ্যাঁ’’ ভোট রাজনৈতিক দলগুলোর স্বার্থেই গুরুত্বপূর্ণ।’ সবাইকে সঙ্গে নিয়ে নিজ নিজ জায়গা থেকে গণভোট সফল করতে কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।





