আজ সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাবিপ্রবি ক্যাম্পাস, মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া একই দিনে আর্কিটেকচার ব্যবহারিক পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত রাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
তিন ধাপে ‘এ, বি ও সি’ এই তিন ইউনিটে ৪ হাজার ৫৮৬ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার নিবন্ধন করেন। তবে ৪ হাজার ৪৭৭ জন পরীক্ষায় অংশ নেন।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫টি বিভাগে ১৯০টি আসন রয়েছে। এর মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট এই দুই বিভাগে ৫০টি করে আসন রয়েছে। এ ছাড়া ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এই তিন বিভাগে ৩০টি করে আসন বরাদ্দ রয়েছে।
এর আগে গেল ২৫ এপ্রিল রাবিপ্রবি ক্যাম্পাসে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩৩ জন উপস্থিত থেকে পরীক্ষায় অংশ নেন। তবে অনুপস্থিত ছিলেন ৪৪ জন। উপস্থিতির হার ৮৮.৭৯ শতাংশ।
সর্বশেষ ২ মে রাবিপ্রবি ক্যাম্পাসে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১৫ জন উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ৬৫ জন। উপস্থিতির হার ৯২.৩৭ শতাংশ।