ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ করে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা , ক্যাম্পাস
এখন জনপদে
0

কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসন এবং ছয় দফা দাবিতে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। আজ (মঙ্গলবার, ১৩ মে) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় রেলক্রসিংয়ের সামনে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে।

এর আগে দুপুর থেকে কৃষি অনুষদের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে ৩ ঘণ্টা বিক্ষোভ করার পর একটি বিক্ষোভ মিছিল বেড় করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ শেষে জব্বারের মোড়ে এসে শেষ হয়।

এদিকে আজ ৬ দফা দাবি নিয়ে কৃষি মন্ত্রণালয়ের কৃষি সচিবের সঙ্গে বৈঠকে বসে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।পরে বৈঠকে দাবি আদায়ের পক্ষে ফলপ্রসূ কোনো আলোচনা না হওয়ায় রেলপথ অবরোধের মত কর্মসূচি দেয় বাকৃবি শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আগামীকাল থেকে ব্লকেড কর্মসূচির মতো আন্দোলন যেতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেয় শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ৪ মে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন কর্মরত নিম্নবর্ণিত ১৭৪ জন উপসহকারী কৃষি কর্মকর্তা/ সমমান কর্মকর্তাকে বিভাগীয় কাজের স্বার্থে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তায় পদন্নোতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। এ প্রজ্ঞাপন বাতিলসহ ছয় দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন তারা।

এএইচ