রাবিতে আজহারুলের মুক্তির ঘটনায় শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

শিক্ষার্থীদের দুই পক্ষের অবস্থান
শিক্ষা , ক্যাম্পাস
এখন জনপদে
0

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ঘটনায় শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের চার শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ (মঙ্গলবার, ২৭ মে) সন্ধ্যায় জামায়াত নেতা এটিএম আজহারউদ্দীনকে মুক্তির প্রতিবাদ জানিয়ে মশাল মিছিলের ঘোষণা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মীরা।

তবে এ কর্মসূচির আগেই সন্ধ্যা সোয়া সাতটায় শাহবাগ বিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে শিক্ষার্থীরা শাহবাগীদের বিচারের দাবিতে মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে গণতান্ত্রিক ছাত্র জোটের ট্রেন্ড পরিবহন মার্কেটের আমতলায় সমাবেশ করে। পাশেই গণতান্ত্রিক ছাত্র জোটের শিক্ষার্থীরা পূর্ব নির্ধারিত কর্মসূচির জন্য মশাল জ্বালালে শাহবাগ বিরোধী ছাত্র ঐক্যের শিক্ষার্থীরা তেড়ে আসে। ধাক্কাধাক্কি ও মশাল মিছিলে বাধা দেবার এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় চেয়ার, ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায় তারা।

পরে মশাল মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে এলে উভয় গ্রুপের মধ্যে আবারো ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে উভয় গ্রুপ অবস্থান নিয়ে পাল্টাপাল্টি শ্লোগান দিতে থাকে। পরে গণতান্ত্রিক ছাত্র জোটের শিক্ষার্থীরা সরে গেলে পরিস্থিতি শান্ত হয়।

এএইচ