শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৬ মে তাদের আন্দোলনের সময় বহিরাগতদের আনা হয় এবং কলেজের তিন শিক্ষকের মদদে তাদের ওপর হামলা চালানো হয়।
তারা জানান, হামলাকারী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে শিক্ষকসমূহের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস, ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং ল্যাব প্র্যাকটিস বন্ধ ঘোষণা করেছেন।
তারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি তিন শিক্ষকের বদলি বা অপসারণ না করা হয়, তবে আন্দোলন অনির্দিষ্টকাল ধরে চলবে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ না করার প্রতিবাদে শিক্ষার্থীরা চোখের কালো কাপড় ও কালো ব্যাচ ধারণ করে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন।