আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনায় শিক্ষকসহ ডিপ্লোমা শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময় শিক্ষার্থী ও আলোচকরা দাবি করেন, প্রকৌশল কর্মক্ষেত্র ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ের বিভাজন করে বিএসসি ইঞ্জিনিয়ারদের ডেস্ক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ে নিয়োজিত করা এবং সরকারি প্রজ্ঞাপনের আলোকে ১০ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী সমমানের পদ সংরক্ষণ রাখা।
আরও পড়ুন:
উপ-সহকারী প্রকৌশলী সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী সমমানের পদে পদোন্নতি ৫০ শতাংশে উন্নীত করাসহ ৭ দফা দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন।
বিএসসি ইনজিনিয়ারিংদের যে ৩ দফা জানিয়েছে তা অযৌক্তিক বলে মনে করছেন তারা।
আলোচনা শেষে একটি বিক্ষোভ মিছিল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বেড় হয়ে চড়পাড়া মোড় প্রদক্ষিণ শেষে আবার পলিটেকনিক ইনস্টিটিউটে এসে শেষ হয়।