জুলাই গণঅভ্যুত্থান দিবসে হিলি স্থলবন্দরে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

দিনাজপুর
হিলি স্থলবন্দর
অর্থনীতি , আমদানি-রপ্তানি
এখন জনপদে
1

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল (মঙ্গলবার, ৫ আগস্ট) হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

আজ (সোমবার, ৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।

তিনি বলেন, ‘আগামীকাল মঙ্গলবার ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। তাই ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক সবধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বুধবার সকাল থেকে যথারীতি নিয়মে আবারও আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, ‘আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীরা দুই দেশের মাঝে যাতায়াত করতে পারবে।’

এএইচ